গিরিডি পরেশনাথ মধুবন ট্রিপ গাইড

Subhojit Tokdar




                A] গিরিডি:
-------------
"
উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাবো/ দিনটা খুব বিশ্রী" - ছোটবেলায় সহজপাঠে পড়া সেই কথা সেই উশ্রী নদী আর ঝর্ণা (জলপ্রপাত) সত্যি আছে বাস্তবে - প্রোফেসর শঙ্কুর দেশ গিরিডিতে আর দিনটি যদি বিশ্রী না হতে হয় মানে যৌবনারত উশ্রীঝর্ণা দেখতে হলে যেতে হবে বর্ষাকালে , যখন বৃষ্টির জলে জলপ্রপাত স্বয়ংসম্পূর্ণা বর্ষাতে হলুদজল আর তেমনি তার স্রোত প্রচন্ড জল আর গতিবেগ উচ্চতা খুব বেশী নয় কিন্তু জল আছড়ে পড়ছে গিরিডি থেকে ১২ কিমি দূরে উশ্রী জলপ্রপাত







                    গিরিডিতে আর আছে খাণ্ডলী ডাম, ট্যুরিজম পার্ক। খান্ডলী ডাম, লেক কে কেন্দ্র করে গড়ে উঠেছে ট্যুরিজম পার্ক পাশেই আছে খান্ডলী পাহাড় গিরিডি থেকে ১৫ কিমি দূরে এই খান্ডলী ট্যুরিজম পার্ক টয়ট্রেন থেকে ওয়াটার স্পোর্টস সবকিছু আছে শীতকালে পিকনিক করার খুব ভালো জায়গা







এছাড়া গিরিডি থেকে দেখে নেওয়া যায় :
) হরিহর ধাম : অন্যতম বৃহৎ শিবলিঙ্গ গিরিডি থেকে হাজারীবাগ পথে ৬০ কিমি দূরত্বে
) সূর্য্য মন্দির : পুকুরের মধ্যে পদ্ম আকৃতির সুন্দর মন্দির জামুয়া দেওঘর যাওয়ার পথে গিরিডি থেকে ৪৫ কিমি দূরত্বে
) ঝাড়খন্ডি ধাম : হাজারীবাগের পথে ঝাড়খণ্ডের সবচেয়ে পুরানো শিব মন্দির
) তোপচাচি লেক : ধানবাদের পথে পরেশনাথ পাহাড়ের পাদদেশে কৃত্রিম লেক




B] মধুবন পরেশনাথ :
--------------------------
গিরিডি থেকে ২৯ কিমি দূরে জৈনদের শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র মধুবন পরেশনাথ পরেশনাথ পাহাড়কে ঘিরে এই তীর্থক্ষেত্র জৈনদের ২৪ জন তীর্থংকরের মধ্যে ২৩ জন তীর্থংকর নির্বাণলাভ করেন পরেশনাথ পাহাড়ে ২৩ তম তীর্থংকর স্বামী পার্শ্বনাথ মোক্ষলাভ করেন পাহাড়ের শীর্ষে পরেশনাথ পাহাড়ের উচ্চতা প্রায় ৪৫০০ ফুট পাহাড়ের শীর্ষে দুধসাদা মার্বেলের মন্দির আছে স্বামী পার্শ্বনাথের স্মৃতির উদ্দেশ্যে মন্দিরের ভিতর স্বামীজীর পদচিহ্ন পূজিত হয় (মন্দিরের মধ্যে ছবি তোলা যায়) পরেশনাথ পাহাড়েই ২৪ জন তীর্থংকরের মন্দির সহ জলমন্দির আছে জৈন তথা হিন্দুদের পূর্ণতীর্থ হল এই পরেশনাথ মন্দির






নিচে মধুবন হলো বেস পয়েন্ট এখন থেকেই যাত্রা শুরু হয় মধুবনে প্রচুর জৈন মন্দির এবং ধর্মশালাও আছে
মধুবন থেকে পায়ে হেটে ট্রেকিং পথ += ১৮ কিমি ঘন্টাছয়েক সময় লাগে উঠতে রাতে ভোরের দিকে ট্রেকিং শুরু করে বিকেলের মধ্যে মন্দির দর্শন করে নেমে আসা শ্রেয়


যারা হেঁটে উঠতে পারেন না, তাদের জন্য ডুলি সার্ভিস আছে ৮৯ কেজি পর্যন্ত ডুলি ভাড়া জনপ্রতি ৪৫০০ টাকা ৯০ কেজি হয়ে গেলে সেই ভাড়া ৬৫০০ টাকা
আর আছে সবচেয়ে সহজ বাইক সার্ভিস দুবছর হলো চালু হয়েছে বাইকের রাস্তা আলাদা ১৭+১৭=৩৪ কিমি ঘুরপথে বাইকে করে পাহাড়ের উপরে মূল মন্দিরের এক কিমি আগে পর্যন্ত বাইক যায় এর পরের পথ সিঁড়ি বাঁধানো বাইক ভাড়া ৫০০ টাকা থেকে ৮০০ এর মধ্যে দরদাম করার উপর নির্ভর করে







কিভাবে যাবেন :
-----------------
গিরিডি থেকে পরেশনাথ মন্দিরের বেসপয়েন্ট মধুবন ২৯ কিমি এবং পারশনাথ স্টেশন থেকে মধুবন ২৬ কিমি তাই দুদিক থেকেই মধুবন পারেশনাথ আসা যায়
তবে পারসনাথ হলো হাওড়া দিল্লি মেন লাইনে ধানবাদের পর তাই অনেক ট্রেন এই লাইনে দিল্লি/ মোগলসরাই গামী সব ট্রেন পারসনাথ স্টেশনে দাঁড়ায় ( সবচেয়ে ভালো ট্রেন রাতে হাওড়া মুম্বাই মেল ভায়া এলাহাবাদ)
এছাড়া কলকাতা থেকে সরাসরি গিরিডি যাওয়ার এক্সপ্রেস ট্রেন আছে কলকাতা পাটনা এক্সপ্রেস গিরিডি লিংক মধুপুর পর্যন্ত কমন লাইন, তারপর গিরিডি লিংক এক্সপ্রেস ভোরবেলা গিরিডি স্টেশন পৌঁছে দেয় রাতে ফেরার ক্ষেত্রেও একই ব্যবস্থা
কোথায় থাকবেন :
---------------------
মধুবন এবং গিরিডি তে প্রচুর হোটেল, ধর্মশালা আছে এদিকে ধর্মশালার প্রচলন বেশী কম টাকায় পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পাওয়া যায়
গিরিডি স্টেশনের পাশেই মোদী ধর্মশালাতে আমরা ছিলাম পরিস্কার পরিচ্ছন্ন ২০০ টাকায় attached বাথরুম সহ ঘর আরো কমে ১০০ টাকায় কমন বাথরুম সমেত ঘর (যোগাযোগ : ৯৫৭০০৯২২৭৬) এরকম অনেক ধর্মশালা গিরিডি এবং মধুবনে আছে





Writer & Photography :- Subhojit Tokdar



                                                                                            বিস্তারিত তথ্যের জন্য আমাদের
 Facebook Group "Cholun Berie Asi ( Let's Go & Enjoy Nature )"  join করুন 




No comments

Powered by Blogger.