Week End Trip
West Bengal
Murshidabad Tour Plan
Day1 : কাঠগোলার বাগান, জগৎ শেঠের বাড়ি, নশিপুর রাজবাড়ী, নশিপুর আখরা, আজিমন্নেসার সমাধি, চক মসজিদ, কাটরা মসজিদ, জাহানকোষা কামান, মতিঝিল(সন্ধ্যে বেলাতে ভালো লাগে), নিউ প্যালেস।
Day2 : জগৎ বন্ধু ধাম(ডাহাপাড়া), কিরিটেশ্বরী মন্দির,ভট্টবটির শিব মন্দির, ইমামবাড়া, হাজারদুয়ারী(5 টাতে বন্ধ হয়)(হাজারদুয়ারী শুক্রবার বন্ধ থাকে), বাচাওয়ালি টপ,খোশবাগ, ঘড়ি ঘর, মদিনা মসজিদ, রানী ভবানীর টেরাকোটার মন্দির।
নিজেরা একটু উদ্যোগ নিলে অনেক কম খরচে ঘোরা যায়। প্রথমে ট্রেন থেকে নেমে একটি টুকটুক ভাড়া করে নিজের book করা হোটেলে চলে আসুন। তারপর ফ্রেশ হয়ে আর একটি auto বা টুকটুক book করে নিন একটু দরদাম করে। সেই পুরো জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে।
এছাড়াও হোটেল থেকেও ব্যাবস্থা করে দেয়। সুতরাং শীতের আমেজ নিতে চলে আসুন মুর্শিদাবাদে।
এছাড়াও হোটেল থেকেও ব্যাবস্থা করে দেয়। সুতরাং শীতের আমেজ নিতে চলে আসুন মুর্শিদাবাদে।
থাকার জন্য হোটেল:
হোটেল অন্বেষা(09434115470),
হোটেল (9732609084)
হোটেল মঞ্জুষা(03482270321 ভালো বাগান আছে),
হোটেল ইন্দ্রজিৎ (9836381994),
হোটেল সম্রাট (03482251147) ।
হোটেল অন্বেষা(09434115470),
হোটেল (9732609084)
হোটেল মঞ্জুষা(03482270321 ভালো বাগান আছে),
হোটেল ইন্দ্রজিৎ (9836381994),
হোটেল সম্রাট (03482251147) ।
Toto : রাজেশ (9333363475), মানিক চন্দ্র মন্ডল(8942068836)।
Tanga : শিবা 9091208290।
Guide : কার্ত্তিক ঘোষ (973385560/9775856705)।
নৌকা ভ্রমণের জন্য : সুমন বিশ্বাস (8343813028)।
Tanga : শিবা 9091208290।
Guide : কার্ত্তিক ঘোষ (973385560/9775856705)।
নৌকা ভ্রমণের জন্য : সুমন বিশ্বাস (8343813028)।
বি দ্র : উপরিউক্ত হোটেলগুলি, যোগাযোগগুলি কোনটিই আমার পরিচিত নয়।
উপরে বর্ণিত সমস্ত ভ্রমণস্থলগুলি আপনি সর্বত্রই শুনতে পাবেন, কিন্তু মুর্শিদাবাদে আরও অনেক জায়গা আছে যেগুলি খুব কম পরিচিত কিন্তু অনেক ইতিহাস জড়িত ।
উপরে বর্ণিত সমস্ত ভ্রমণস্থলগুলি আপনি সর্বত্রই শুনতে পাবেন, কিন্তু মুর্শিদাবাদে আরও অনেক জায়গা আছে যেগুলি খুব কম পরিচিত কিন্তু অনেক ইতিহাস জড়িত ।
যেমন: চাঁদ সদাগরের বাড়ি (জজান), পঞ্চমুখি মহাদেব (বাগডাঙ্গা), পুরোনো সম্ভ্রান্ত গ্রাম পাঁচথুপি(youtube এ search করলে short ফিল্ম ও পাবেন) , বহরমপুর সমাধিস্থল ।
Tour Plan prepared by :: Soumen Jana
আমাদের ভ্রমণ গ্রূপ “চলুন বেড়িয়ে আসি (Let’s Go & Enjoy Nature)” "https://www.facebook.com/groups/748998598537624/"-র Murshidabad Tour-র কিছু ছবি ।
বিস্তারিত তথ্যের জন্য আমাদের
Facebook Group "Cholun Berie Asi ( Let's Go & Enjoy Nature )" join করুন ।
No comments