North-East India
Tripura tour plan
১ দিন:- আগরতলা পৌঁছে ওই দিন দেখে নিন উজ্জয়ন্ত প্রাসাদ, হেরিটেজ পার্ক, চৌদ্দ দেবতার মন্দির, জগন্নাথ মন্দির।। সন্ধে বেলা আবার এসে যান লক্ষ্মী নারায়ণ মন্দিরে, সন্ধ্যা আরতি দেখতে দেখতে দিঘীর জলে আলোকজ্জ্বল উজ্জয়ন্ত প্রাসাদ দারুন লাগে। রাত্রিবাস আগরতলায়।
২ দিন :- পরের দিন সকালে ৪/৫ ঘন্টা ড্রাইভ করে পৌঁছে যান ১৪৫ কিমি দূরের উনকোটি। সারাদিন ধরে দেখুন ঊনকোটির স্থাপত্য। রাত্রিবাস এখানেই।
৩ দিন :- পরের দিন সকালে চলুন বারামুড়া ইকোপার্ক ঘুরে উদয়পুর। এখানে মাতাবাড়ি, কল্যান সাগর, আরো অন্যান্য মন্দির দেখে রুদ্রসাগর (নীরমহল)। সম্ভব হলে সাগরমহল ট্যুরিস্ট লজে রাত্রিবাস।।
৪ দিন :- পরের দিন সিপাহীজলা দেখে চলুন কমলাসাগর । খুব বিখ্যাত কালীবাড়িতে পুজা দিয়ে ঘুরে আসুন সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে। সময় থাকলে দেখে নিন দুর্গাবাড়ি চা বাগান। আগরতলা তে রাত্রিবাস।।
৫ দিন :- সকালে সময় থাকলে দেখে নিন বুদ্ধা মন্দির, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঞ্জবন, ইসকন মন্দির, দুর্গা মন্দির,
যদি হাতে দুই দিন সময় বেশি থাকে তাহলে এক দিন চলে যান জাম্পুই হিল। দেখে নিতে পারবেন পিলাক। জুড়তে পারবেন তেপানিয়া ইকোপার্ক, ডম্বুর লেক ।
Tour plan prepared by :: Krishanu Maity
বিস্তারিত তথ্যের জন্য আমাদের Facebook Group "Cholun Berie Asi ( Let's Go & Enjoy Nature )" join করুন ।
No comments