Jharkhand
Week End Trip
Ghatsila Tour Plan
ঘাটশিলাতে দুদিন
হাওড়া থেকে সকাল ০৬.৫৫ মিঃএর ইস্পাত এক্সপ্রেসে দশটা নাগাদ ঘাটশিলা পৌঁছে অটোতে করে সোজা চলুন হোটেল রিভার ভিউ -তে (ফোন - ৯৪৩১৫৪৩৯৬৮/৯৫৭০০৫৮৯৬৯)। অফ সিজনে ভাড়া ১০০০ টাকা (৪/৫ জন থাকার মতো বড় রিভার ফেসিং নন এসি রুম), এসি – ১৮০০ টাকা । গরমকাল ছাড়া যেকোন সময় যেতে পারেন। সূবর্ণরেখা নদীর পাশে মনোরম পরিবেশে সুসজ্জিত হোটেল রিভার ভিউ থাকার জন্য সবথেকে ভালো। ঐ দিন শুধুই নদীর সঙ্গে সময় কাটান। পরের দিন সকাল সকাল সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। ফুলডুংরী টিলা, রাতমোহনা, পঞ্চপান্ডব টিলা, গালুডি ড্যাম, বুরুডি লেক, ধারাগিরি ফলস্, রঙ্কিনী দেবীর মন্দির, সাহিত্যিক বিভূতিভুষন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি “গৌরীকুঞ্জ”….. সবগুলো একদিনেই ঘোরা যাবে। অটো ভাড়া পড়বে প্রায় ১০০০-১৫০০ টাকা। অটো ভাড়ার জন্য টিংকু ভাইকে ফোন করতে পারেন (৯২৩৪৭৭৩২২৫)। এমনকি ট্রেনে ওঠার পর ফোন করে দিলে টিংকু ভাই আপনাকে স্টেশন থেকে হোটেলে পৌঁছে দেবে। হোটেলের নিজস্ব কিচেন রয়েছে। ইচ্ছে করলে রান্নার সবজী কিনে এনে নিজেই রান্না করতে পারেন। কাছেই বাজারহাট ও দোকান। তবে অফ সিজনে আপনার অর্ডার অনুযায়ী খাবার রান্না করে দেওয়া হয় না, হোটেলের কেয়ারটেকার বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার এনে দেয়। ফেরার জন্য Steel Exp (০৬.৫০), Ranchi Intercity (১০.৪৬-Tue,Fri,Sat), Ghatshila-Howrah Local (১৪.০৫- Exp Sat), Ispat Exp (১৫.১৯), Lalmati Exp (১৬.৫৮-Mon,Fri), Janshatabdi Exp(১৭.৪৩)।
Tour Plan prepared by :: Partha Dey
বিস্তারিত তথ্যের জন্য আমাদের Facebook Group "Cholun Berie Asi ( Let's Go & Enjoy Nature )" join করুন ।
No comments